এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘বন্ধু তোমায় ভালোবাসি’ শিরোনামে নতুন একটি গান। এতে কণ্ঠশিল্পী সালমার সঙ্গে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন উপপুলিশ পরিদর্শক এস আলম। আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত তিনি। পাশাপাশি গানেও বাড়ছে তার উপস্থিতি। এ নিয়ে ১০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাঁচ বছর ধরে বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে আসছেন এস আলম।
এ বিষয়ে তিনি বলেন, ‘কাজের ফাঁকে ভালোবাসার জায়গা থেকে গান গাওয়ার চেষ্টা করছি। এবার সালমার সঙ্গে কণ্ঠ দিলাম। আশা করি এ গানটি সবার ভালো লাগবে।’
রোমান্টিক ফোকধর্মী এ গানের গীতিকার মামুন আফনান রুমী। সুর করেছেন আকরাম খান। সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান।
জানা গেছে, কয়েকদিনের মধ্যেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।
মন্তব্য করুন