বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী হুমা কুরেশি। বড় পর্দায় নিজের দক্ষতার প্রমাণ আগেই দিয়েছেন তিনি। এরপর ২০২১ সালে ওয়েব সিরিজ দুনিয়ায় ‘মহারানি’ চরিত্র দিয়ে সবার মন জয় করেন। দুটি সিজন দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলার পর এবার আসছে এর তৃতীয় কিস্তি। মহারানি সিজন ৩। আসছে ৭ মার্চ সনি লিভে মুক্তি পাবে। এর আগে ২০২১ সালে সিরিজটির প্রথম সিজন মুক্তি পায়। রাজনৈতিক গল্প ও দুর্দান্ত সব সংলাপে প্রথম থেকেই দর্শকের নজর কাড়ে মহারানি। এরপর ২০২২ সালে আসে দ্বিতীয় পর্ব। এবার ২০২৪ সালে আসছে তৃতীয় সিজন। বিহারের চিফ মিনিস্টারের স্ত্রী রানি ভারতীর ছায়া অবলম্বনে গল্পটি এগিয়েছে।
তৃতীয় কিস্তিতে তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হবে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন হুমা।
সিরিজটিতে হুমা কুরেশি ছাড়া আরও অভিনয় করেছেন অমিত সিয়াল, কানি কুশ্রুতি, ইমামুলহক্ব, ভীনেত কুমার, অনুজা সাথি, হারিস খান্না, মোহাম্মদ আশিক, সুশীল পান্ডে ও অতুল তিওরির মতো তারকা।