‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মা পদক ২০২৪’ প্রদান সম্পন্ন হয়েছে। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এবারের মা পদক দেওয়া হয় কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে। এ ছাড়া সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মাসহ কোরিওগ্রাফার, নৃত্যনির্দেশক ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা, শিক্ষক গোলাম জিলানী, ড. মুক্তা সাহা, শান্তা সরকার, অভিনেত্রী রিচি সোলায়মান, রাফিয়াত রশিদ মিথিলা, কেয়া পায়েল, ইন্তিখাব দিনার, এফ এস নাঈম, নাট্যকার জমির উদ্দিন মিলন, নায়ক ইমন, নায়িকা মিম, গায়ক ইউসুফ, গায়িকা লুইপা, সাংবাদিক অভি মঈনুদ্দীন ও সাদিয়া ন্যান্সির মায়ের হাতে।
শান্তা জাহানের উপস্থাপনায় রাজধানীর একটি বেসরকারি হোটেলে এ আয়োজন করা হয়।
পুরস্কার নিয়ে অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, ‘সব গর্বিত সন্তানদের মায়ের হাতে বিশ্ব মা দিবসে এমন সম্মান সত্যিই আমাকে আনন্দিত করেছে। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আমার ভালোবাসা। এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হয় না। আমার মাও এই সম্মাননা পেয়েছেন। তাও আমার কাজের জন্য। যার জন্য আমি গর্বিত।’