ছোট পর্দার বড় তারকা অভিনেতা শ্যামল মাওলা। কাজ করেছেন সিনেমাতেও। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে তার গ্রহণযোগ্যতা এখন সবচেয়ে বেশি। ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্ম সব জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। এবারের ঈদে বড় পর্দাতেও দেখা গেছে তাকে। প্রথমবারের মতো তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে। সুমন ধর পরিচালিত সিনেমার নাম ‘আগন্তুক’।
সিনেমাটি নিয়ে বেশ প্রত্যাশিত শ্যামল। কালবেলার সঙ্গে আলাপকালে অভিনেতা বলেন, ‘সিনেমা মুক্তির জন্য ঈদ একটি সুন্দর সময়। এ সময় দর্শক পরিবারসহ হলে হলে ঘুরে সিনেমা উপভোগ করতে পারেন। তাদের সময়টাও সুন্দর কাটে। তাই এবারের ঈদ আমার জন্যও স্পেশাল। কারণ আমার অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এরই মধ্যে দর্শকদের কাছ থেকে কাজটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
এ সময় শাকিব খানের সিনেমার সঙ্গে ‘আগন্তুক’ কতটা লড়াই করতে পারবে—জানতে চাইলে শ্যামল আরও বলেন, ‘লড়াই নয়। দর্শকদের কাছে অপশন দেওয়াটাই হচ্ছে মূল বিষয়। কারণ দর্শক এখন বিশ্ববাজারের সঙ্গে সরাসরি কানেক্টেড। তারা চাইলেই এখন দেশের সিনেমা ছাড়াও বিদেশি সিনেমা দেখতে পারবেন। তাই তাদের হাতে অপশন থাকলে তারা তুফানের পাশাপাশি আগন্তুকও দেখবেন বলে আমি আশাবাদী। এটাই হচ্ছে মূল বিষয়। এ ছাড়া এটাও মাথায় রাখতে হবে। সিনেমায় সব ধরনের দর্শক রয়েছে। কারও অ্যাকশন সিনেমা পছন্দ তো কারও থ্রিলার ড্রামা। তাই সব ধরনের অপশন দর্শকের জন্য রাখতে পারলে ভালো। আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো।’
এ সময় ‘আগন্তুক’ সিনেমা নিয়ে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি প্রতিটি কাজই প্রত্যাশা নিয়ে করি। ভালোর প্রত্যাশা সবসময়ই থাকে। এটি না থাকলে আসলে কাজ ভালো হয় না। এরপর বাকিটা দর্শক পূরণ করবে।’
ঈদের আগে সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। সিনেমাতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী ও শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।