কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পর্দা নামল ৭ দিনব্যাপী যাত্রা উৎসবের 

‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমির “যাত্রা উৎসব ২০২৪”-এর। ছবি : কালবেলা
‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমির “যাত্রা উৎসব ২০২৪”-এর। ছবি : কালবেলা

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘যাত্রা উৎসব ২০২৪’-এর। পরিবেশনায় ছিলো যাত্রাদল ‘যাত্রাবন্ধু অপেরা’। যাত্রা পালার নির্দেশনা দিয়েছেন আবুল হাশেম এবং পালাকার ছিলেন শ্রী শচীননাথ সেন। গ্রাম বাংলার জনপ্রিয় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ দেখতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ ‘যাত্রা উৎসব ২০২৪’ এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। বিশেষ অতিথির বক্তব্য দেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি গাজী বেলায়েত। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, যাত্রার নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা চাই সারা বাংলাদেশে যাত্রা হোক। আমাদের শিল্পকর্ম, আমাদের কবিতা চর্চা, আমাদের গান, নাটক প্রেরণা যোগায় আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে। সেজন্য আমরা চাই যে, যাত্রা, গান এবং এরকম সকল অনু্ষ্ঠান যেনো বাংলাদেশের সমাজ জীবনের কেন্দ্রে থাকে, আমাদের প্রেরণা জোগাতে পারে।

যাত্রা মঞ্চায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা যখন খুঁজছি নতুন বাংলাদেশ কেমন হবে ঠিক তখন আমরা চাই যে, আমাদের দেশে অজস্র গান আছে, নাট্যানুষ্ঠান আছে সেগুলো যেন সব জায়গায় অনুষ্ঠিত হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এরপর ৭ দিনব্যাপী যাত্রা উৎসবে যাত্রা পরিবেশনকারী দলগুলোর স্বত্বাধিকারীদের হাতে পোস্টার স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

বাংলার স্বাধীনতার সূর্য যখন ভূলুণ্ঠিত এবং হুমকির মুখে তখনি ‘বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি’ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেন ব্রিটিশ শাসিত ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু দেশীয় বেইমানদের ষড়যন্ত্রের কারণে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন। শেষ পযর্ন্ত পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবের সমাপ্তি হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এই বাংলা শাসন করে ইংরেজরা। সেই ঐতিহাসিক কাহিনীই তুলে ধরা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালায়।

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যতা ও গতিশীলতা ফেরাতে নানা সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ যাত্রা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ০৭টি যাত্রা দল যাত্রাপালা পরিবেশন করে। প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এ শিল্পকে চর্চার মাধ্যমে টিকিয়ে রাখা এবং এর সঙ্গে সম্পৃক্ত শিল্পীদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। ৭ দিনব্যাপী এ উৎসবের সকল ব্যয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

ইরানের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক ড্রোন সংযোজন

শেরপুরে বিজিবি মোতায়েন

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না : নাহিদ ইসলাম

টেংরাটিলা বিজয় : বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে ৫১৬ কোটি টাকা

কুবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

আপনার অজান্তেই কোন কোন ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে গুগল? জানুন

রাকসুর সাবেক ৩ প্রার্থীকে যেসব পরামর্শ দিলেন তারেক রহমান

১০

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

১১

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

১২

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

১৩

ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

১৪

৯৮তম অস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সাংবাদিক 

১৫

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

১৬

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

১৭

অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায় : কাদের গনি চৌধুরী

১৮

তাহাজ্জুদ পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে : তারেক রহমান

১৯

৯৬ পদে লোক নেবে জুলাই স্মৃতি জাদুঘর, বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X