বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

১ম বর্ষপূর্তি উদযাপন করল বই-বিহঙ্গ

বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিনামূল্যে বই পড়ার জনপ্রিয় সংগঠন বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বছরের নানা গল্প, স্মৃতিচারণা, কুইজ প্রতিযোগিতা ও কেক কাটার মাধ্যমে বই-বিহঙ্গের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

এরআগে বটতলা থেকেই ২০২৩ সালের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ফরিদপুর, বগুড়া, পাবনা সহ মোট ১০টি শাখায় বইয়ের পাখি হয়ে বিনামূল্যে বই পড়ানোর সেবা করে যাচ্ছে বই-বিহঙ্গ।

প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হন বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা প্যানেলের সদস্যবৃন্দ, ঢাকার অন্যান্য শাখাগুলোর প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঠক, সদস্য ও অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বই-বিহঙ্গের বিভিন্ন শাখায় কেক কাটা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পাঠক মিলনমেলাসহ নানা কর্মসূচির মাধ্যমে আয়োজিত হয় দিনটি। একইসাথে বই-বিহঙ্গ সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজ এ দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়। বইয়ের বাংলাদেশ গড়তে বিনামূল্যে বই পড়ানোর এ উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব সিকদার বলেন, বই পড়ার মাধ্যমেই সুস্থ ও সৃজনশীল মানসিকতাসম্পন্ন জাতি গঠন সম্ভব। মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই-বিহঙ্গ। বই-বিহঙ্গ বইয়ের পাখি হয়ে সারা বাংলার আকাশে উড়ে বেড়াক।

সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবিবা হ্যাপী বলেন, বই-বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাদের আকৃষ্ট করছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে বই-বিহঙ্গকে ছড়িয়ে দিতে চাই আমরা।

সহ-প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসির বলেন, সকলের সহযোগিতা পেলে বই-বিহঙ্গ দেশের প্রতিটি প্রান্তে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বই-বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস পালন করে বইয়ের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় তারা। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই-বিহঙ্গ প্রায় এক হাজারেরও বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়াও সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই-বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চলতি বছরের ভয়াবহ বন্যায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৫০০টির অধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বই-বিহঙ্গ পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১০

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১১

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১২

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৩

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৪

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৫

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৬

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

১৭

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

১৮

নতুন কর্মসূচি দিল এনসিপি

১৯

ঢাকায় ফেরার পথে অবরোধের মুখে ২ উপদেষ্টা

২০
X