কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নাট্যচর্চার সুষ্ঠু পরিবেশ চায় মঞ্চশিল্পীরা

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে থিয়েটার বা নাট্যচর্চা করতে চায় মঞ্চশিল্পীরা। পাশাপাশি যারা বিক্ষোভ করে হুমকি দিয়ে নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী বন্ধ করেছে এবং শুক্রবার (৮ নভেম্বর) নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমিসহ অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

শনিবার (৯ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এদিকে সংবাদ সম্মেলন চলাকালে শিল্পকলা একাডেমির গেটের সামনে বিক্ষোভের চেষ্টা করলে মহিউদ্দীন হৃদয় (৩৮) ও রাসেল (৪২) নামে দুই বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় রমনা থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে নাট্যচর্চা চালিয়ে যেতে চাই। কিন্তু বিক্ষোভের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি শিল্প-সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। তাই নাট্য প্রদর্শনী চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা চাই। এ ছাড়া কোনো নাট্যকর্মীর রাজনৈতিক আদর্শের দায় নিবে না গ্রুপ থিয়েটার ফেডারেশন। মঞ্চশিল্পীদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বা অপরাধ করে সেটার বিচার করবে রাষ্ট্র। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। কিন্তু নাটকের সঙ্গে সম্পৃক্ত নয় এবং কোনো প্ল্যাটফর্ম বা সুনির্দিষ্ট পরিচয় নেই এমন কতিপয় ব্যক্তি গত ২ নভেম্বর হুমকি দিয়ে নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী বন্ধ করেছে। মূলত তারা দুষ্কৃতকারী। তারাই আবার নাট্য প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শুক্রবার গ্রুপ থিয়েটারের প্রতিবাদ সমাবেশে হামলা করেছে। বিক্ষোভকারী নামধারীর এসব উচ্ছৃঙ্খল ব্যক্তিদের অনাকাক্ষিত কর্মকাণ্ডে নাট্যচর্চায় সংকট নেমে এসেছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শিল্প-সংস্কৃতিচর্চার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পরিবেশ সৃষ্টি না হলে আগামী ১৫ নভেম্বর রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ফেডারেশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। এসময় অভিনেতা, নির্দেশক, নাট্যকারসহ মঞ্চশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝুনা চৌধুরী, মাসুম রেজা, আকতারুজ্জামান, তপন হাফিজ, ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ নভেম্বর দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ নাটকটি মাঝ পথে বন্ধ করে দেওয়া হয়। নিত্যপুরাণের প্রদর্শনী বন্ধের ঘটনা ছিল দেশের নাটকের ইতিহাসে এক বিরল ঘটনা। এর প্রতিবাদে শুক্রবার ফেডারেশান প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে নাট্যকর্মীদের বিপুল উপস্থিতি ছিল। নিত্যপুরান বন্ধের ঘটনা ছিল দেশের নাটকের ইতিহাসে এক বিরল ঘটনা। শিল্পকলা একাডেমির মূল গেটে চলমান এই প্রতিবাদ সমাবেশের প্রায় শেষ পর্যায়ে যখন নাট্যজন মামুনুর রশীদ বক্তব্য রাখছিলেন ঠিক তখন কিছু দুষ্কৃতকারী দুদকের গেটের দিক থেকে সমাবেশ লক্ষ্য করে ইট ও ডিম ছুড়ে মারে। এতে অনেকে আঘাতপ্রাপ্ত হন। ফলে সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু নাট্যকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। সমাবেশের পাশে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনা প্রত্যক্ষ করে। কিন্তু তারা কোনো জোরালো পদক্ষেপ নেননি।

পরিস্থিতি একটু শান্ত হলে সমাবেশের কাজ আবার শুরু হয় এবং মামুনুর রশীদ তার বক্তব্য শেষ করেন। কিছুক্ষণ পর হামলাকারীরা আবার কিছুটা বর্ধিত সংখ্যায় ফিরে আসেন। নাটক ও নাট্যকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সমাবেশের দিকে এগিয়ে আসতে থাকেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করলে তারা সেখানে দাঁড়িয়েই নাটকবিরোধী নানা উত্তেজক স্লোগান দিতে থাকেন। নাটক দেখতে আসা অনেক দর্শক এই পরিস্থিতি দেখে শিল্পকলা একাডেমি ছেড়ে যান। ফেডারেশান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দুষ্কৃতিকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের আহ্বান জানালেও কোনো কাজ হয়নি। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই হামলাকে দেশের শিল্প সংস্কৃতির উপর হামলা এবং একে দেশের সাংস্কৃতি চর্চা ব্যাহত করার এক গভীর চক্রান্ত বলে মনে করে ফেডারেশান।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চরম নিন্দনীয় এই ঘটনার নিরেপক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং বাধাহীন নাট্যচর্চার পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। এও বলা হয়, নইলে নিরাপত্তাহীন অবস্থায় কোনো শিল্পের চর্চ্চা সম্ভব নয়। একের পর এক নাট্যদল, নাট্যকর্মীরা এসব দুষ্কৃতকারীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আশা করি, প্রধান উপদেষ্টোর প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার ধারাবাহিকতায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিয়ে শিল্পচর্চ্চার পরিবেশ সৃষ্টি করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠিত 

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

তরুণীকে রাস্তায় একা পেয়ে হামলে পড়ল ৪ কুকুর (ভিডিও)

সিনেমা-গানের কার্যক্রম বাড়াচ্ছে সৌদি আরব

ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সহকর্মীদের আয়োজনে তানিনের দোয়া মাহফিল, কোথায় শিল্পী সমিতি?

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১০

সড়কে নয়, জনস্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ : জামায়াত সেক্রেটারি

১১

পাঁচ দিন যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

১২

গোপালগঞ্জের হামলা তদন্তে কমিটি গঠন করেছে সরকার

১৩

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

১৪

ইরান কেন ইসরায়েলের আশদোদ ও হাইফা তেল শোধনাগারে হামলা করেছিল?

১৫

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত : বিএনপি

১৬

চায়ের সঙ্গে টা জমে যাক বৃষ্টিভেজা সন্ধ্যায়, রইল সহজ ৫ রেসিপি

১৭

চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, অতঃপর...

১৮

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী 

১৯

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

২০
X