জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন জুলাই উইমেন্স ডে। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শোসহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে।
রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি তুলে ধরেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।
কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে ৩টি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল ১৪ জুলাই ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোয়ের আয়োজন করা হবে।
জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এ ছাড়া আগামীকাল ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।
কর্মসূচি উপলক্ষে ঢাবি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই বিকাল ৪টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা ক্যাম্পাসে যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে। এ সময় আইডি কার্ডধারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অনুষ্ঠান উপলক্ষে ১৪ জুলাই বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
এ ছাড়া আগামী ১৭ জুলাই শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৫ আগস্ট বৃহত্তর পরিসরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হবে।
মন্তব্য করুন