শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন দাবি গ্রাহকদের

ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন গ্রাহকরা। ছবি : কালবেলা
ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছেন গ্রাহকরা। ছবি : কালবেলা

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংক চালাতে হলে ইসলাম লাগবে। ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তারা ইসলামের খেদমত করতে চেয়েছে। বিদেশি যেসব বিনিয়োগকারী এসেছিল তারাও ইসলামের খেদমত করার জন্য এসেছিল। কিন্তু যখন তারা দেখেছে ব্যাংকটি অন্যায়ভাবে দখল হয়েছে, এরপর ব্যাংক থেকে ইসলাম বিদায় নিল তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমি গভর্নরকে অনুরোধ করব, ২০১৭ সালের আগে যারা বোর্ডে ছিলেন অথবা যাদের মধ্যে ইসলাম রয়েছে, এমন যোগ্য ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করুন।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীতে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অবৈধ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত ‘গ্রাহক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল তারা কর্মীদের কম বেতন দিতেন, কম খরচ করতেন। এভাবে তারা অনেক সম্পদ জমা করেছিল যাতে ইসলামী অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে ওঠে। এটিই ইসলামী ব্যাংকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। লুটেরা গোষ্ঠী যখন দেখল এখানে অনেক সম্পদ জমা আছে তখন তারা সেটি দখলের পাঁয়তারা শুরু করল। একে একে সবগুলো ইসলামী ব্যাংক দখল হয়ে গেল। একসময় ইসলামী ব্যাংক অন্য ব্যাংককে ধার দিত। এখন ব্যাংকটিকে ধার করে চলতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এভাবে বেশি দিন চলতে পারে না। তাই গ্রাহকের আস্থা ফেরাতে হবে। যদি তার দেখে আমানতের নিরাপত্তা রয়েছে, তাহলে আবার ইসলামী ব্যাংকে টাকা রাখতে শুরু করবে। তারা দেখবে না কত মুনাফা দেওয়া হলো।

প্রাতিষ্ঠানিক গ্রাকদের নিয়ে আয়োজিত ‘গ্রাহক সমাবেশে’ বক্তৃতা করেন ইসলামী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ সময় এফবিসিসিআই, বিজিএমইএ- বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমানে কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের এলসি নেয় না। এটি উদ্বেগজনক। আমরা এর সমাধান চাই। একসময় ইসলামী ব্যাংকের নাম শুনলে বিনা প্রশ্নে এলসি গ্রহণ করা হতো।

তারা বলেন, ইসলামী ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আগের ব্যবস্থাপকদের পুনর্বহাল করতে হবে। কারণ ১৬ সালের পরে ইসলামী ব্যাংকের কোনো সফলতা নেই। আছে লুটপাটের ইতিহাস। কোনো নন ইসলামিক লোকের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ নয়। এটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই ইমান-আকিদা সম্পন্ন লোক দিয়ে এটি পরিচালনা করতে হবে। বর্তমানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সুদি ব্যাংকিংয়ে পটু। তাকে দিয়ে ইসলামী ব্যাংক চলতে পারে না। তিনি বিগত সরকারের সুবিধাভোগী। ৩টি সুদভিত্তিক সরকারি ব্যাংকের এমডি ছিলেন। তিনি এস আলমের পেইড এজেন্ট।

নবগঠিত বোর্ডের সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক যে বোর্ড করেছে এটি দিয়ে কোনো উন্নতি হবে না।

সভা শেষে গভর্নর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে বোর্ড পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, যারা ইসলামী ব্যাংক তৈরি করেছে তাদের কাছেই ব্যাংকটি নিরাপদ।

গ্রাহক সমাবেশ থেকে দাবি করা হয়, লুটেরাদের বিচার করতে হবে। যাদের অবৈধভাবে ব্যাংক থেকে তাড়ানো হয়েছে, তাদের ফিরিয়ে আনতে হবে। এস আলমের সব কর্মীদের বাদ দিতে হবে। এরা ব্যাংক পরিচালনায় অযোগ্য। একই সঙ্গে ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের জন্য জোর দাবি জানানো হয়েছে। তারা বলেন, শুধু গাইডলাইন দিয়ে এত বড় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১০

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১১

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১২

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৩

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৪

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৫

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৬

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৭

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৮

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৯

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

২০
X