কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের মানোন্নয়নে ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির এ সহায়তা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে ব্যয় করা হবে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি পাঁচটি মূল প্রযুক্তিখাতকে কেন্দ্র করে বাস্তবায়ন করা হবে। খাতগুলো হলো- যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি খাত।

জিয়ং আরও জানান, এই উদ্যোগ বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া এজেন্ডাকে শক্তিশালীভাবে সহায়তা করবে। পাশাপাশি এটি দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর্মসূচি বৈশ্বিক বাজারে মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে।

এডিবি জানিয়েছে, বাংলাদেশজুড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে একটি নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান। কর্মসূচির আওতায় শিক্ষকদের শিক্ষাগত ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো হবে, বিশেষ করে উদীয়মান প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা এবং প্রতিবেদন ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের পর কমপক্ষে ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষক তাদের দক্ষতা উন্নয়ন করতে পারবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে ২ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে টিভিইটির টেকসই মান ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে একটি সমন্বিত ও ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের নতুন ইতিহাস

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

১০

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

১১

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

১২

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

১৩

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১৪

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১৫

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৭

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৯

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

২০
X