নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজ দুটি চীনে উৎপাদন করা হচ্ছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এ জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার বা ৯৩৬ কোটি টাকা।
২০২৫ সালের জুনে জাহাজ কেনার প্রকল্পটি হাতে নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। ২০২৭ সালের জুনের মধ্যে জাহাজ ক্রয় সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রাক্কলিত খরচ ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৬৩ কোটি টাকা।
এরই মধ্যে গত ৪ জুন জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ১৬ জুলাই ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট আটটি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রস্তাবগুলোতে প্রাপ্ত জাহাজগুলো বিভিন্ন কারিগরি বিষয় যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিন জাহাজ দুটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে।
পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ আগামী সেপ্টেম্বরে এবং দ্বিতীয় জাহাজ আগামী নভেম্বরে বিএসসিকে হস্তান্তর করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
এর আগে গত ২৭ জুলাই মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন