গত কয়েক মাস ধরে কমছে দেশের মূল্যস্ফীতি। তারই ধারাবাহিকতায় আগস্ট মাসেও মূল্যস্ফীতি কমেছে। তবে গড় মূল্যস্ফীতি কমলেও জুলাই মাসের তুলনায় বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি গ্রামের তুলনায় শহরে বেশি।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের সবশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশের গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, গত জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
তবে গড় মূল্যস্ফীতি কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।
সিপিআই সূচকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে গ্রামের গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ।
আর শহরের গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ।
মন্তব্য করুন