ভারতের কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর এবং বাংলাদেশের সাইফ পাওয়ারটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর ফলে শিলিগুড়ি এবং গুয়াহাটি করিডোর পরিহার করে দেশটির মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব অংশে পণ্য পাঠাতে কার্গো পরিবহনের সময় এবং খরচ কমাতে সহায়তা করবে।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, কলকাতা থেকে আগরতলার দূরত্ব শিলিগুড়ি হয়ে প্রায় ১ হাজার ৬১৯ কিলোমিটার। কিন্তু চট্টগ্রাম বন্দর হয়ে এর দূরত্ব হয় প্রায় ৫৭৫ কিলোমিটার। সাধারণত ট্রাকে শিলিগুড়ি উত্তর ভারতে যেতে সময় লাগে ৬-৭ দিন কিন্তু কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে যেতে সময় লাগে মাত্র ৪ দিন। শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড উভয় পক্ষ মিলে মোংলা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশ-ভারত বাণিজ্যের প্রসার ঘটাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের চেয়াপারসন আই. আর. টি. এস. রথেন্দ্র রমন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের পক্ষে আরএস রাজহান্স (ট্রাফিক ম্যানেজার) এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের সব উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন