কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬

স্মার্ট পোশাকশিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা

রোববার বিজিএমইএ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে সম্মিলিত পরিষদ। ছবি : কালবেলা
স্মার্ট পোশাকশিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নির্বাচন ২০২৪-২৬ উপলক্ষে সম্মিলিত পরিষদ ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসা সহজ করা, রাজস্ব জটিলতা নিরসনসহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছে তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ পরিষদ তাদের ইশতেহার ঘোষণা করে। বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম এ দুটি দল অংশগ্রহণ করছে।

সম্মিলিত পরিষদের পক্ষে ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের চিফ ইলেকশন কোর্ডিনেটর ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান (কচি) ও প্যানেল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ইশতেহারে যা বলা হয়-

১. এসএমই শিল্পের টেকসই উন্নয়ন : আমাদের শিল্পের মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো। এসব কারখানাগুলোর প্রয়োজনীয় সহযোগিতা, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাবান্ধব শিল্পনীতির জন্য প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে।

২. ব্যবসা সহজীকরণ : এইচএস কোডসংক্রান্ত বিরাজমান সমস্যাগুলোর সমাধানের জন্য প্রস্তাবনা ও রপ্তানিমুখী পোশাকশিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগের বিষয়ে উদ্যোগ নেবে সম্মিলিত পরিষদ।

৩. রাজস্বসংক্রান্ত জটিলতা নিরসন : রাজস্ব বোর্ডসংক্রান্ত জটিলতা নিরসনের জন্য বেশ কিছু প্রস্তাবনা এসেছে ইশতেহারে।

৪. শুল্ক/আয়কর/ভ্যাট/নগদ সহায়তাসংক্রান্ত জটিলতা নিরসন : পোশাকশিল্পের উন্নয়নে নীতি সহায়তা, যেমন- ননকটন পোশাক রপ্তানি উৎসায়িত করতে বিশেষ প্রণোদনা, সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির শুল্কমুক্ত আমদানিসহ বেশ কিছু প্রস্তাবনা রয়েছে।

৫. ব্যাংক ও আর্থিক সেবাসংক্রান্ত উদ্যোগ : রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য ব্যাংকঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, ডলারের বিশেষ রেট ধার্যকরণ ইত্যাদি প্রস্তাবনা এ অধ্যায়ে দেওয়া হয়েছে।

৬. টেকসই শিল্পায়ন, সমৃদ্ধ অর্থনীতি : ইনোভেশন, ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে আমাদের কর্মপরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।

৭. পণ্য ও বাজার বহুমুখীকরণ : পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে আমাদের কর্মপরিকল্পনা এখানে আমরা দিয়েছি। এখানে এলডিসি গ্রাজুয়েশন উত্তর রপ্তানি সুবিধা অব্যাহত রাখতে অ্যাপারেল ডিপ্লোম্যাসিসহ কার্যকরী উদ্যোগের উল্লেখ করা হয়েছে।

৮. অংশীদারমূলক বিজিএমইএ গঠন : বিজিএমইএ সদস্যদের অংশগ্রহণ বাড়িয়ে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক বিজিএমইএ সৃষ্টির লক্ষ্যে আমাদের পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।

৯. সবুজ বিপ্লবের সমৃদ্ধি : কার্বন নিঃসরণ হ্রাসকরণসহ আমাদের পোশাকশিল্পে যে সবুজ বিপ্লব ঘটেছে তাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে।

১০. পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নয়ন : পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে।

১১. মধ্যম শ্রেণির ব্যবস্থাপকদের কর্মদক্ষতা উন্নয়ন : চতুর্থ শিল্প বিহুবের ধারণাকে সামনে রেখে কারখানায়গুলোর মধ্যম শ্রেণি ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।

১২. ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা ও নীতি সহায়তা : স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে পরিণত হওয়ার কারণে ভবিষ্যতে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগ ব্যবসায় টিকে থাকার জন্য জরুরী। তাই ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা ও নীতি সহায়তায় কাজ করবে।

১৩. সার্কুলার ইকোনমি : সার্কুলারিটি তথা রিসাইক্লিং প্রমোশনের নিমিত্তে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবে পরিষদ।

১৪. ইউনিফাইড কোড অব কন্ডাক্ট : ইউনিফাইড কোড অব কন্ডাক্ট বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলা হয়েছে।

১৫. আরএসসিসংক্রান্ত জটিলতা নিরসন : আরএসসির সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ নেবে সম্মিলিত পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, হাসিনা-জয়ের অব্যাহতি চায় পিবিআই

পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, ১০ জনের যাবজ্জীবন

পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহার কতটা নিরাপদ? জানুন

যে জায়গায় কখনোই স্মার্টফোন চার্জ দেওয়া উচিত নয়

নালায় মিলল বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ

১০

বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা : নুর

১১

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট : আলী রিয়াজ

১২

ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

১৩

৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

১৪

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

১৫

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

১৬

ভারতে বাংলাদেশে খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

১৭

গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব : চসিক মেয়র

১৮

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে : বদিউল আলম

১৯

গার্মেন্টস শ্রমিকদের ‘রহস্যজনক’ অসুস্থতা, হাসপাতালে ভর্তি শতাধিক

২০
X