রাজধানীর প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয়।
তবে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে পল্টন যাওয়ার দিকে মেট্রোরেল স্টেশনের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগানোর পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ সময় বাসের ভেতরে কাউকেই দেখা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন বলেন, পুলিশ সদর দপ্তর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর দুটি বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তাই কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ জানা যায়নি।
মন্তব্য করুন