ঝিনাইদহে নাশকতার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় মামলাটি করে। এ নিয়ে কোটাবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় দুটি, মহেশপুরে একটিসহ মোট চারটি মামলা দায়ের করল পুলিশ।
এদিকে নাশকতা মামলায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর থানা পুলিশ দুজন, কোটচাঁদপুর থানা পুলিশ দুজন, হরিণাকুণ্ডু পুলিশ একজন ও মহেশপুর পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
বুধবার (২৪ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া।
এ নিয়ে নাশকতা মামলায় পুলিশ গত পাঁচ দিনে ৪২ জনকে গ্রেপ্তার করল।