রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় টিচার্স ট্রেনিং এবং ঢাকা কলেজের আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবনের নিচে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, সাইন্সল্যাব এলাকায় লাটিমি ভবনের নিচে একটি সিসিটিভি এবং লাইট ভাঙা হয়েছে। আরও কয়েকটি ভবনের নিচে হামলা হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে।
এ সময় রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসার নিচেও হামলা হয়েছে।