কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএসইসির ১৬ কর্মকর্তার গ্রেপ্তার অভিযানে পুলিশ

চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভকালে বিএসইসি কর্মকর্তারা। পুরোনো ছবি
চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভকালে বিএসইসি কর্মকর্তারা। পুরোনো ছবি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ‘অরাজকতা ও ভাঙচুরের’ ঘটনায় সংস্থাটির ১৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ওসি মোহাম্মদ গোলাম আজম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি ১৬ কর্মকর্তা সরকারি চাকরিজীবী হলেও তারা আমলযোগ্য অপরাধ করেছেন। মামলার পর চলমান তদন্ত কার্যক্রমে সত্যতা মিলেছে। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। যেখানেই তাদের পাওয়া যাবে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে।’

ওসি বলেন, ‘ওই ঘটনার পর শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি থাকায় অভিযুক্ত কর্মকর্তাদের কেউ অফিসে আসেননি। আগামীকাল অফিস খোলা থাকবে। কাজেই অফিসের সামনে পুলিশের টিম থাকবে, যারা আসামিদের গ্রেপ্তার করবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো প্রকার আইনি বাধা রয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘আমলযোগ্য ও আমলযোগ্য নয় এ দুই ধরনের অপরাধ রয়েছে। বিএসইসির কর্মকর্তারা যে অপরাধ করেছেন তা আমলযোগ্য। তারা ভাঙচুর চালিয়ে সরকারি সম্পদ নষ্ট করেছে। তারা প্রতিষ্ঠানের প্রধানকে জিম্মি করে অরাজকতা চালিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা হয়েছে। কাজেই তাদের গ্রেপ্তারে বাধা নেই।’

আসামির হলেন, বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের সভা চলাকালে কয়েকজন সভাকক্ষে জোরপূর্বক প্রবেশ করে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা মতে এবং অবৈধভাবে বাধা সৃষ্টি করার জন্য আসামিরা কমিশনের মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয় ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১০

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১১

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১২

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১৩

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৪

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৫

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৬

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৭

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৮

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৯

খুলনায় ছেলের হাতে বাবা খুন

২০
X