কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে রাজধানীতে আজ কোথায় কী আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঙালি যে উৎসবপ্রিয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজেদের ধর্মীয়, জাতীয়, রাষ্ট্রীয় ও সংস্কৃতির উৎসবের পাশাপাশি ধারে নেওয়া উৎসবগুলোও মহানন্দে পালন করে থাকে। বাঙালি জাতিসত্তার একমাত্র পার্বণ হলো বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ। শুরু বঙ্গাব্দ ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীও মেতে ওঠেছে বাহারি আয়োজনে। আজ রাজধানীতে যেসব আয়োজন রয়েছে তা হলো-

রবীন্দ্র সরোবর

পহেলা বৈশাখের সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে পাহাড় ও সমতলের নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরা হয়। সকাল ৬টা থেকেই শুরু হওয়া এই আয়োজনে মুক্তমঞ্চে চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। সরোবরের চারপাশে রয়েছে বাহারি বাঙালি খাবারের আসর।

ঢাকা বিশ্ববিদ্যালয়

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চব্বিশের চেতনায়, সমকাল, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নববর্ষ উদ্‌যাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে বের হবে ‘আনন্দ শোভাযাত্রা’।

এবারের বর্ষবরণ শোভাযাত্রায় থাকবে সাতটি বিশাল মোটিফ—ফ্যাসিবাদের বিকৃত মুখাকৃতি, কাঠের নির্মিত বাঘ, ইলিশ মাছ, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মীর মুগ্ধের স্মৃতিকে স্মরণ করে পানির বোতল।

এই মূল মোটিফের বাইরে শোভাযাত্রায় থাকছে আরও শিল্প-অবকাঠামো: সুলতানি আমলের ১০টি মুখোশ (মাঝারি আকারের), ২০টি রঙিন চরকি, আটটি তালপাতার সেপাই, পাঁচটি তুহিন পাখি, চারটি পাখা, ২০টি লোকজ ঘোড়া এবং ১০০ ফুট দীর্ঘ লোকজ চিত্রে সাজানো ক্যানভাস।

ছোট মোটিফগুলোর মধ্যে থাকছে—৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ছয়টি মাছ ধরার চাঁই, ২০টি মাথাল, পাঁচটি লাঙল ও পাঁচটি মাছের ডোলা।

চারুকলা অনুষদের সামনের সীমানা প্রাচীর ইতোমধ্যেই সেজেছে—হলুদ রঙের জমিনে রাজশাহীর শখের হাঁড়ির মোটিফে আঁকা ফুল, পাখি, লতা আর পাতার জীবন্ত শিল্পে।

জাতীয় সংসদ ভবন

নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিশেষ ‘ড্রোন-শো’ ও ‘ব্যান্ড-শো’।

শাহবাগ

‘ঐ নতুনের কেতন ওড়ে’ শিরোনামে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে দিনব্যাপী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুরু হবে এই আয়োজন। সেখানে পরিবেশিত হবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক সুর, জারিসারি, পুঁথিপাঠ, গম্ভীরা এবং নাটিকা। এবারের উৎসবে অংশ নেবে ১৪টি শিল্পীগোষ্ঠী।

এ ছাড়াও রাজধানীর নানা প্রান্তেও বসছে বৈশাখী মেলা ও উৎসবের রঙিন আঙিনা। উল্লেখযোগ্য আয়োজন রয়েছে উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড ও পূর্বাচলের তিনশ ফুট এলাকায়। এসব জায়গায় বছরজুড়েই কমবেশি মানুষের ভিড় লেগে থাকে, তবে উৎসবের দিনে সেই ভিড় নিঃসন্দেহে আরও ঘন ও জমকালো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

জাপা-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

ইন্টারনেট নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল বিটিসিএল

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

আ.লীগ নেতার বাড়িতে আগুন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

কুমিল্লা-২ আসন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু

১০

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

১১

পাওনা টাকা সংগ্রহে বাড়ি থেকে বের হন, মরদেহ ধানক্ষেতে

১২

জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে মাথাব্যথার কারণ

১৩

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

১৪

ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অটল বিসিবি

১৫

মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা

১৬

আজ থেকে নতুন দামে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

১৮

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

২০
X