কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক ভিডিও করতে ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই : পুলিশ

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ পুলপার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।

গ্রেপ্তাররা হলো- মো. নাঈম আহম্মেদ (২০), মো. শাহীন অকন্দ ওরফে শাহিনুল (২০), মো. শাহীন চৌকিদার (২২), মো. রহিম সরকার (১৯), মো. নয়ন আহম্মেদ (১৯), রিদয় মাদবর (১৮), মো. আব্দুর রাজ্জাক ওরফে রাজা (১৯), মো. আনোয়ার হোসেন (১৯), মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আরমান (১৮)।

মঙ্গলবার (২০ মে) ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাদের দেওয়া তথ্য মতে ছিনতাইকৃত ২টি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, নিহত ফটোগ্রাফার নুরুল ইসলাম (২৬) “Nurislam Photographer” নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন। গত ১৫ মে নূরুল ইসলামের মোবাইলে একটা কল আসে। সেখানে একটি বিয়ের ইভেন্টে ছবি তোলার জন্য তাকে বুকিং স্বরূপ বিকাশে ৫০০ টাকা পাঠানো হয়।

তিনি বলেন, গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তার একই নম্বর থেকে কল আসে। তখন তাকে শংকর চৌরাস্তায় অপেক্ষা করতে বলা হয়। এরপর নূরুল ইসলাম তার সহযোগী মো. ইমন ওরফে নুরে আলমসহ মতিঝিলের এজিবি কলোনির বাসা থেকে বের হয়ে সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। ওইদিন সন্ধ্যায় এক ব্যক্তি শংকর বাসস্ট্যান্ডে তাদের সঙ্গে দেখা করে। সে সময় তারা একটি অটোরিকশা নিয়ে জাফরাবাদ পুলপার ব্লুমিং চাইল্ড স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশে রওনা করে। ঘটনার দিন রাত ৮টার দিকে জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পৌঁছামাত্র অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাদের রিকশার গতিরোধ করে। ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায় কিন্তু দুষ্কৃতকারীরা নুরুল ইসলামকে ধরে ফেলে। তারা ধারালো চাপাতি দিয়ে নুরুল ইসলামের মাথা, ঘাড়, বাহু ও হাতের আঙুলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা দুটি ডিএসএলআর ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। নুরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর ভিকটিম নূরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নূরুল ইসলামের বড় ভাই মো. ওসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর মঙ্গলবার (২০ মে) অভিযান পরিচালনা করে ঢাকার শংকর ও রায়েরবাজার এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও তারাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবার বয়স ১৮-২০ বছর। তারা টিকটকে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে পোস্ট করত। উন্নতমানের ও আকর্ষণীয় ছবি এবং ভিডিও করার জন্য ডিএসএলআর ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করে তারা। ঘটনার এক সপ্তাহ আগে রায়েরবাজার বুদ্ধিজীবী খেলার মাঠে ফুটবল খেলার পর নাঈম আহম্মেদের নেতৃত্বে ক্যামেরা ছিনতাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তারা ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে ফটোগ্রাফারদের কাছ থেকে কৌশলে ক্যামেরা ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির কার্ডধারীদের জন্য দুঃসংবাদ

নতুন কর্মসূচি দিল ছাত্রদল

হাতকড়া পরেই পালাল আটক দুই যুবক

জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনের দাবি বাগছাসের 

ঘনিষ্ঠ দৃশ্যে সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ, অতঃপর

দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

চামড়া নিয়ে অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে চসিক

দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পররাষ্ট্র সচিব : উপদেষ্টা

পাকিস্তানে স্কুল বাসে হামলা, যা বলছে ভারত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা

১১

রানা হত্যায় পুনঃবিচারে ৪ আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

১২

বিনিয়োগকারীদের সঙ্গে ড. আনিসুজ্জামানের বৈঠক ২৯ মে

১৩

মেম্বার থেকে জোর করে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা

১৪

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

১৫

বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু ‎

১৬

ঈদের আগে বিএনপিপন্থি সব ভিসি-প্রক্টরের পদত্যাগ চাইলেন বাকের  

১৭

বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন হাইকোর্টে স্থগিত

১৮

ঢাকায় এসে নিখোঁজ কালবেলার সাংবাদিক

১৯

রায় ঘোষণা পর্যন্ত সড়কে থাকবেন ইশরাক সমর্থকরা

২০
X