কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ অবরোধ করেছেন। ছবি : সংগৃহীত

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুরে তারা শাহবাগ মোড়ে জড়ো হলে সেখানে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি হয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন তারা।

এ সময় শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা তা ভেঙে সড়কে অবস্থান নেন। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

তাদের উত্থাপিত দাবিসমূহ হলো—

১. পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও মহাপরিচালক/অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে যেসব সদস্য (৭৬ ব্যাচসহ) চাকরিচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

২. পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের মতে, কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এমন কিছু বিধিনিষেধ—বিশেষ করে প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধির ২ (ঙ) ধারাটি বাতিল করতে হবে। এর মাধ্যমে তদন্ত কমিশন যেন নিরপেক্ষভাবে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারে। একই সঙ্গে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ও প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন তারা।

৩. ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১০

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৬

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৭

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৮

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৯

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

২০
X