সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় উদ্যোগ গ্রহণ করেছে প্রেভেইল ফাউন্ডেশন। যুব নেতৃত্বাধীন একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রেভেইল ফাউন্ডেশন তাদের প্রথম প্রকল্প চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে ক্ষমতায়ন করা।
‘ফ্যামিলিজ ফর চিলড্রেন (এফএফসি)’ শিরোনামের এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রোড ২২, হাউস ৩৪-এ উদ্বোধন করা হবে।
এ অনুষ্ঠানে ১০০ শিশুকে একত্রিত করে একদিনের শেখা, সৃজনশীলতা এবং আনন্দে ভরপুর একটি দিন উপহার দেওয়া হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিটি শিশুকে একটি স্টেশনারি কিট প্রদান করা হবে। যার মধ্যে থাকবে একটি ডায়েরি স্টাইলের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এবং একটি জিপার পাউচ। যা অনেক শিশুরই প্রয়োজনীয় হলেও প্রায়শই তাদের নাগালের বাইরে থাকে।
ফাউন্ডেশনটি জানায়, এই কিটগুলো শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার এবং কল্পনার জগতে প্রবেশ করার জন্য উৎসাহ ও প্রেরণার প্রতীক।
দিনব্যাপী এই ইভেন্টে সংগীত ও চিত্রকলার সৃজনশীল কর্মশালার পাশাপাশি খাবার পরিবেশনের আয়োজনও থাকবে।
প্রেভেইল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ‘দ্য ফার্স্ট পেইজ’ শুধুমাত্র একটি খাতা দেওয়ার বিষয় নয়, এটি সুযোগের দরজা খোলার প্রতীক। আমরা চাই, প্রতিটি শিশু যেন অনুভব করে-তাদের দেখা হচ্ছে, সমর্থন করা হচ্ছে এবং অনুপ্রাণিত করা হচ্ছে।
ফাউন্ডেশন আরও জানিয়েছে, একই লক্ষ্যকে সামনে রেখে তারা আরও কিছু প্রকল্প হাতে নিচ্ছে, যার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন কর্মশালা ও কমিউনিটি-ভিত্তিক সহায়তা কার্যক্রম। তারা বলেছে, এই সকল কার্যক্রম প্রমাণ করে যে, ফাউন্ডেশনটি শুধু একাডেমিক বিকাশ নয়, বরং সৃজনশীল প্রকাশের দিকেও গুরুত্ব দিচ্ছে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুযোগ তৈরির এই মিশনে জনসাধারণকেও অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন। অর্থ অনুদান প্রদান করা যাবে বিকাশ মার্চেন্ট নম্বরে: +৮৮০১৩১৬৭৩৬১৪৩, যেখানে ন্যূনতম অনুদান শুরু হচ্ছে ১০০ টাকা থেকে।
মন্তব্য করুন