কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে’

মাহাবুব আলম। ছবি : কালবেলা
মাহাবুব আলম। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের অধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি জুলাই আন্দোলনে এই সুবিধাবঞ্চিত শিশু ও তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিল। তাদের রক্ত আর সাহসের ওপর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’

তাদের প্রতি কোনো জুলুম ও অন্যায় সহ্য করবেন না জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে কাজ করা শুধু এককভাবে সরকারের দায়িত্ব না। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’

শিশুদের উদ্দেশে তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের থেকে টাকাপয়সা নিয়ে যদি ঠিকমতো শিক্ষা না দেয়, সুযোগ-সুবিধা না দেয়, তবে তার জন্য আমরা কাজ করতে বাধ্য। কারণ তোমাদের জন্যই আমাদের সংগঠন। তোমারা না থাকলে আমরা এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।’

মাহবুব আরও বলেন, ‘এর আগে তোমাদের সামনে এসে অনেকেই অনেক কথা বলে গিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু সেগুলো কেউ বাস্তবায়ন করেনি। আমরা যেন সেই কাতারে না যাই, সেটাও নিশ্চিত করতে হবে তোমাদের। আজ আমরা আসছি এ জন্য তোমাদের এখানে যারা নিয়ে আসছে, তাদের জিজ্ঞাসা করবা যে বড় ভাইয়েরা যেসব কথা বলে গিয়েছে, তারা আমাদের জন্য কী করল? যদি মনে করো তোমরা পারবা, তবে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব।’

বৃহস্পতিবার (২০ মার্চ) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আয়োজনে রাজধানীর কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পক্ষে এলাকার সমস্যা তুলে ধরেন তাওহীদ ইসলাম, তিনি বলেন কড়াইল বস্তি ও আশপাশের এলাকাগুলোর প্রধান সমস্যা মাদক, কিশোর গ্যাং, শিক্ষার্থীদের ঝড়ে পরা, ছিনতাই ও চাঁদাবাজি।

তাওহীদ বলেন এগুলোর সঙ্গে জড়িত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তারা তাদের স্বার্থে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন অসাধু চক্র গড়ে তুলেছে।

তাওহীদ এ সময় বলেন এত দিন কেউ তাদের কথা শুনত না কিন্তু প্রয়োজনে ব্যবহার করত, এখন তারা আশাবাদী নতুন বাংলাদেশে সবাই সমান সুযোগ পাবে এবং কারও প্রতি কোনো বৈষম্য হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী কামরুল শাহাদাত, শিহাবসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১০

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১২

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৩

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৪

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৫

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৭

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৯

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X