কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে’

মাহাবুব আলম। ছবি : কালবেলা
মাহাবুব আলম। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের অধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের গুরুত্ব দিতে হবে। আমরা দেখেছি জুলাই আন্দোলনে এই সুবিধাবঞ্চিত শিশু ও তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট তারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিল। তাদের রক্ত আর সাহসের ওপর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’

তাদের প্রতি কোনো জুলুম ও অন্যায় সহ্য করবেন না জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে কাজ করা শুধু এককভাবে সরকারের দায়িত্ব না। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’

শিশুদের উদ্দেশে তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তোমাদের থেকে টাকাপয়সা নিয়ে যদি ঠিকমতো শিক্ষা না দেয়, সুযোগ-সুবিধা না দেয়, তবে তার জন্য আমরা কাজ করতে বাধ্য। কারণ তোমাদের জন্যই আমাদের সংগঠন। তোমারা না থাকলে আমরা এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।’

মাহবুব আরও বলেন, ‘এর আগে তোমাদের সামনে এসে অনেকেই অনেক কথা বলে গিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু সেগুলো কেউ বাস্তবায়ন করেনি। আমরা যেন সেই কাতারে না যাই, সেটাও নিশ্চিত করতে হবে তোমাদের। আজ আমরা আসছি এ জন্য তোমাদের এখানে যারা নিয়ে আসছে, তাদের জিজ্ঞাসা করবা যে বড় ভাইয়েরা যেসব কথা বলে গিয়েছে, তারা আমাদের জন্য কী করল? যদি মনে করো তোমরা পারবা, তবে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব।’

বৃহস্পতিবার (২০ মার্চ) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আয়োজনে রাজধানীর কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পক্ষে এলাকার সমস্যা তুলে ধরেন তাওহীদ ইসলাম, তিনি বলেন কড়াইল বস্তি ও আশপাশের এলাকাগুলোর প্রধান সমস্যা মাদক, কিশোর গ্যাং, শিক্ষার্থীদের ঝড়ে পরা, ছিনতাই ও চাঁদাবাজি।

তাওহীদ বলেন এগুলোর সঙ্গে জড়িত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং তারা তাদের স্বার্থে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন অসাধু চক্র গড়ে তুলেছে।

তাওহীদ এ সময় বলেন এত দিন কেউ তাদের কথা শুনত না কিন্তু প্রয়োজনে ব্যবহার করত, এখন তারা আশাবাদী নতুন বাংলাদেশে সবাই সমান সুযোগ পাবে এবং কারও প্রতি কোনো বৈষম্য হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী কামরুল শাহাদাত, শিহাবসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

১০

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১১

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১২

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

১৩

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১৪

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

১৫

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৬

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১৭

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১৮

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১৯

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

২০
X