

রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকার ভেতর দিয়ে হাঁটছিলেন এক সিনিয়র জেলা ও দায়রা জজ। এসময় তিন ছিনতাইকারী তার পথ আটকে মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নেয়।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি ইবনে মিজান জানান, জজের ব্যবহৃত রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও তার চশমা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং মোবাইল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
জানা যায়, জজ যখন পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা অতিক্রম করছিলেন, তখন তিনজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়িয়ে হুমকি-ধমকি দেয়। এরপর তার মোবাইল ও চশমা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মন্তব্য করুন