

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিকেল ৪টায় ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় প্রেসক্লাবের সকাল সাড়ে ১০টায় আব্দুস সালাম হলে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর লেখা ৪টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতবিনিময় সভা। এতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপির কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে বিকেল ৩টায় ‘বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
মন্তব্য করুন