ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (২১ জুন) রাতে উপজেলার দুবলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দোহারের নারিশা পশ্চিম চর গ্রামের রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের মেহেদী গাজী (২৮)।
আহত রাতুল শিকদারের মা রিমি আক্তার গণমাধ্যমকে জানান, তার ছেলে ডাক্তার দেখিয়ে বুধবার রাত ১০টার দিকে মেহেদীসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে তাদের লক্ষ্য করে পেছন দিক থেকে দুর্বৃত্তরা গুলি করে। এতে তারা দুজন গুলিবিদ্ধ হয়। এ সময় গুলির শব্দে ও তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পূর্বশত্রুতার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন