বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচা এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল।
এ সময় তারা সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান। এ ছাড়া দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. সভাপতি মহসীন মোল্লা, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সদস্য কাউসার সরকার মামুন, খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন জোট ও সমমনা দলগুলো।
মন্তব্য করুন