কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের মামলায় লতা হারবালের মালিক গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আইয়ূব আলী ফাহিম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া আইয়ূব আলী ফাহিম। ছবি : সংগৃহীত

ধর্ষণের অভিযোগে লতা হারবালের মালিক আইয়ূব আলী ফাহিম গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ধানমন্ডি থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী জানান, চার মাস ধরে তিনি ধর্ষণের শিকার হচ্ছেন। পারিবারিক চাপে তিনি এত দিন মুখ খুলতে সাহস পাননি। অবশেষে নিরুপায় হয়ে তিনি থানায় মামলা করেন। ভুক্তভোগী নারী গ্রেপ্তার হওয়া আইয়ূব আলী ফাহিমের সৎ মেয়ে।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে আজ লতা হারবালের মালিক আইয়ূব আলী ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পেয়েছি। ভিডিও পেয়েছি যেখানে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মেলে। আসামিকে বুধবার (৬ ডিসেম্বর) আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

এদিকে একটি সূত্র জানায়, গ্রেপ্তারের সময় আইয়ূব আলী ফাহিমের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অস্ত্রের বৈধতা এবং গুলির হিসাবের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

ভুক্তভোগীর বক্তব্য ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসের ৩০ তারিখ রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভুক্তভোগীর শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। এরপর ধারাবাহিকভাবে চার মাস বাসায় আটকে রেখে অস্ত্রের মুখে একই কায়দায় ধর্ষণ করতেন বলে দাবি করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী মামলায় আরও অভিযোগ করেন, অস্ত্রের মুখে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণা করে রাখেন ফাহিম। ভয়ভীতি দেখান, যদি এই ঘটনা কাউকে বলা হয় তাহলে অনলাইনে ছেড়ে দেবেন। এরই মধ্যে তিনি ২০২২ সালের মার্চ মাসের ৫ তারিখ ফাহিমের বাসা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে তার মায়ের কাছে চলে যান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। নাগরিকত্ব পাওয়ার পরে দেশে রেখে যাওয়া তার শিশুপুত্রকে উদ্ধার করতে ২০২৩ সালের ৩০ নভেম্বর দেশে ফিরে আসেন। এরপর মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X