ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন গার্ড আহত হন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. হারুনুর রশীদ। এ ঘটনায় অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
গত ১৭ জুলাই উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বিজয়ী হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকার প্রার্থী। তার মনোনয়নপত্রটি যাচাইবাছাইয়ের পর বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন