রাজধানীর মতিঝিলের একটি ভবন থেকে নিচে পড়ে মো. হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে পড়ে যায় ওই নারী। এর পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামিদা আক্তার পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলেও জানা গেছে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, হামিদা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে ব্যালকনি দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্তব্য করুন