

নির্বাচনী প্রচারণা করতে মতিঝিলের এ জি বি কলোনিতে গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। কিন্তু কে বা কারা করেছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।
ভিডিওতে হাদি বলেন, ‘ভাই ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন...।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
মন্তব্য করুন