বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন

পুরোনো ছবি
পুরোনো ছবি

অক্টোবরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল হবে। এ পরীক্ষা শুক্রবার দিন এবং অন্যান্য দিন রাতে চলবে।

শুক্রবার (৭ জুলাই) আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রো ট্রেন চলাচল পরীক্ষণের সূচনার আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিং শেষে সবুজ পতাকা সই করে ট্রেনের একটি কামরা পরিদর্শন করেন মন্ত্রী। এরপর পতাকা উড়ানোর পর ০৭০৭ নম্বর ট্রেনটি ৪টা ৩৪ মিনিটের দিকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলক ট্রেনের প্রথম চালক ছিলেন ফিলিপিনের ‘ইরাফিল’। তাকে সহযোগিতা করেছেন আরও চারজন।

শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল—এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্ট্রিগেশন টেস্ট। এর মধ্য দিয়ে আধুনিক গণপরিবহনের যাত্রা জাতির সামনে নতুন হয়ে এসেছে। দূরের গ্রামের মানুষ অধীর আগ্রহে প্রকল্পের কাজ শেষে বেড়ানোর অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘মেট্রোরেলে এটাই আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমাদের কাজ এগিয়ে চলেছে। এর জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘শুধু রাজনীতি করলেই এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। ভিশন থাকতে হয়। কোনো প্রকল্প নিতে গেলে পরিকল্পনা থাকতে হয়। ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার মেগা প্রকল্প একে একে উদ্বোধন করছে। সরকার এসব প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে দেখাচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সম্ভব। এক বছর আগেও জনগণ ভাবতে পারেনি যে পদ্মা সেতু উদ্বোধন হবে, মেট্রোরেল চলবে। কিন্তু এসব সম্ভব হয়েছে। আমরা মুখে বলি না, বাস্তবে কাজ করে দেখাচ্ছি।’

এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

ব্রিফিংয়ের শুরুতে মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের ডিপো উদ্বোধনের দিন ঝড়ের মুখে পড়েছিলাম। সেদিন বিষণ্ন বোধ করলেও বুকে সাহস ছিল। ঝড় আর দুর্যোগের মধ্যেই আমাদের এগিয়ে চলা।’ গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেলের কাজ পুরোপুরি শেষ হবে। মোট স্টেশন থাকবে ১৭টি।

ব্রিফিংয়ে সেতুমন্ত্রী জানান, মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ যখন শেষ হবে তখন দেখা যাবে। এমআরটি-৬ প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, গড় অগ্রগতি ৯৫ দশমিক ৩৯ ভাগ। উত্তরা উত্তর-আগারগাঁও অংশের অগ্রগতি শতভাগ। আগারগাঁও-মতিঝিল অংশের কাজ হয়েছে ৯৫ দশমিক ২০ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট কাজের অগ্রগতি ৯০ দশমিক ২৪ ভাগ। মতিঝিল থেকে কমলাপুর অংশের অগ্রগতি সাড়ে সাত ভাগ।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনের সংখ্যা ৭। এর মধ্যে বিজয় সরণি ৯৭, ফার্মগেট ৯৮, কারওয়ানবাজার ৯৫, শাহবাগ ৯৪, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৭, সচিবালয় ৯৬ ও মতিঝিল স্টেশনের অগ্রগতি হয়েছে ৯৫ ভাগ।

আগারগাঁও থেকে উত্তরা রুটে প্রতিদিন মেট্রোরেলে ৭০ হাজার যাত্রী পরিবহনের কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, যাত্রী সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। দৈনিক গড়ে আয় হচ্ছে ২৬ লাখ টাকা। শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশন চালু হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, সচিব মোহাম্মদ আবদুর রউফ, প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১০

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১১

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১২

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৩

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৪

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

১৬

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস বাস্তবায়ন কতদূর?

১৭

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

১৮

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

১৯

সহজ ম্যাচ কঠিন করে জিতে শীর্ষে ফিরল চট্টগ্রাম

২০
X