রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পারভিন সুলতানা (৫৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পারভিন সুলতানা ভাতিজা শাখাওয়াতকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এরপর পারভীনকে আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। নিহত আইনজীবীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পারভিন রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন। তার বাবার নাম আবুল হোসেন।
মন্তব্য করুন