‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণেই ঝরায়ে’। ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় এই গানের মতোই নগরীর আকাশে মাঝে মাঝে জড়ো হচ্ছে মেঘগুলো। দেখা মিলছে ছিটেফোঁটা বৃষ্টিরও। তবে শ্রাবণের অঝোর ধারার বৃষ্টির দেখা এখনো মেলেনি।
শ্রাবণের আজ ৯ দিন। বাংলা এ মাসের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও বিরাজমান ভ্যাপসা গরম থেকে নিষ্কৃতি মিলছে না। ফলে জনজীবনে এর প্রভাব চরমে। আর এরই মধ্যে আবহাওয়া অফিস জানাল দুঃসংবাদ।
সোমবার (২৪ জুলাই) বিকেলে আবহাওয়াবিদ তারিফুল নওয়াজ কবির কালবেলা অনলাইনকে জানালেন চলতি জুলাই মাসে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, মাসের শেষ দিকে কিছুটা বৃষ্টি হলেও চলমান তাপপ্রবাহে তেমন প্রভাব পড়বে না। বঙ্গোপসাগরে যে লঘুচাপের আভাস দেখা দিয়েছে, সেটি এরই মধ্যে ভারতের মধ্য প্রদেশের দিকে চলে গেছে। বরং এর প্রভাবে আমাদের অঞ্চলে বৃষ্টির প্রবণতায়ও প্রভাব পড়বে। তবে আগামী আগস্টের প্রথম সপ্তাহের দিকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্যানুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সাগরে লঘুচাপ, সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যেই ঝড়-বৃষ্টি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
চলতি জুলাই মাসের বর্তমান তাপমাত্রার অবস্থাকে আবহাওয়াবিদরা এখনো অস্বাভাবিক বলছেন না। বিগত কয়েক বছরে জুলাই মাসের তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা গেছে। ২০১৮ সালের জুলাই মাসে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি এবং ২০২২ সালে ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এবার এখনো এতটা তাপমাত্রা অনুভূত হয়নি।
জুলাই মাসে গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে দেশে কিছুদিন ধরে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকছে। এদিকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তাপপ্রবাহ এর আগের বছরগুলোতেও অনুভূত হয়েছে। কিন্তু এবার জুলাই মাসে গতকাল রোববার (২৩ জুলাই) পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ৩০ বছরের ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। বৃষ্টি না হওয়ায় কোথাও কোথাও তাপপ্রবাহ বইছে বলে মত আবহাওয়াবিদদের।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার (২১ জুলাই) দেশের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ চলে গিয়েছিল। আবারও বৃষ্টি কমে যাওয়ায় তাপপ্রবাহ ফিরে এসেছে।
এদিকে ঢাকা বাদে প্রতিটি শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে দিন-রাত মিলিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কোনো কোনো এলাকায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিং ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
মন্তব্য করুন