দৈনিক কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ অক্টোব) সন্ধ্যায় কলারোয়া শিক্ষক মিলনায়তনে আযোজিত অনুষ্ঠানে কালবেলার পাঠক, শুভানুধ্যায়ীসহ সংবাদকর্মী, সুধীজন অংশগ্রহণ করেন।
এ সময় কালবেলার সুন্দর আগামীর প্রত্যাশা করেন আমন্ত্রিত ব্যক্তিরা।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক অধ্যাপক এম এ কালাম, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলি, ইব্রাহিম খলিল, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কালবেলা উপজেলা প্রতিনিধি শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
মন্তব্য করুন