চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী। ছবি : সংগৃহীত
আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে অন্তত ১০ কোটি টাকা লুটপাটের অভিযোগে তাকে এ নিষেধাজ্ঞা দেন আদালত। নদভী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন।

বুধবার (১৫ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলামের আদালতে এ আদেশ দেন।

দুদক চট্টগ্রামের উপপরিচালক (ডিডি) নাজমুচ্ছায়াতের করা আবেদনে উল্লেখ করা হয়, আইআইইউসির সাবেক চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ অন্যদের বিরুদ্ধে সম্মানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য আমাকে নিয়োগ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নদভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত নদভীর বিরুদ্ধে সরকার পতনের পরবর্তীতে একাধিক মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি এসব মামলায় জামিন পেয়ে বিদেশ চলেও যেতে পারেন। এজন্য অনুসন্ধানের প্রাথমিক ধাপ হিসেবে তদন্তকারী কর্মকর্তা ওই আবেদন করেছেন।

গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থানার মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

এ ছাড়া, বুধবার (১৫ জানুয়ারি) নগরের চার থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পৃথক চার আদালতে হাজির করে পুলিশ। বিচারকরা তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে সমর্থন চাচ্ছি, যাতে দেশটা বদলে যায় : উপদেষ্টা আদিলুর

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আজ থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

প্রবাসীদের ভোটদান শুরু বিকেল ৫টা থেকে

নায়ক জাভেদ আর নেই

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইংল্যান্ড-স্কটল্যান্ড

কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

১৯ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৯০০ কোটি টাকা

১০

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

১১

চার নায়কের মাঝে শাবনূর

১২

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

১৩

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

১৪

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

১৫

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

১৬

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

১৭

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

১৮

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

১৯

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

২০
X