চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি অপপ্রচারকারীদের নেই : মীর হেলাল

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা

তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা, চেতনায়, মন ও মননে শুধু বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেছেন, তার মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই।

শনিবার (২ আগস্ট) তিনি বিকেলে চট্টগ্রামের হাটহাজারীস্থ ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ নম্বর ফতেহপুর ইউনিয়নের ১২ নম্বর চিকনদণ্ডি ইউনিয়ন ও এক নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় ব্যারিস্টার হেলাল বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মূল্য দিয়েছেন। বাংলাদেশের সব ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে।

আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শিষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

১১ নম্বর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ।

ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি ও এক নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আল ফোরকান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশা ব্যক্ত করে বলেন, স্থানীয় সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী বার্তা নিয়ে ঢাকায় খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের ফুটবল ফেস্ট 

জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের পেটালেন যুবলীগ নেতা 

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

নিশীথে মস্তিষ্কের পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যে তার অমূল্য অবদান

নদীর পাড়ে পাওয়া অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলছিল শিশু

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক

ড. ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী

চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন সাবেক বাঁহাতি স্পিনার

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১৪ 

১০

এবার ব্রিকস জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

১১

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

১২

পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনলেন তামিম

১৩

পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর

১৫

সততাই সাংবাদিকতার মূলমন্ত্র : কাদের গনি চৌধুরী

১৬

টানা দ্বিতীয় দিনে বন্ধ রাজশাহী-ঢাকা বাস চলাচল

১৭

জাপানের শপিংমল-বিমানবন্দরে নামাজের বিশেষ কক্ষ, সুবিধা পাচ্ছেন পর্যটকরা

১৮

কারও কারও মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে : সাইফুল হক 

১৯

সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নেইমার

২০
X