চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নগর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘এমদাদুল হক বাদশার পরিবারের আত্মত্যাগ বিএনপির জন্য অপরিসীম। পুরো পরিবার দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে বাদশাকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ ভুল বোঝাবুঝির ফসল। অনতিবিলম্বে তা প্রত্যাহার করা উচিত।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরের চকবাজার ধনিরপুল এলাকায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। চকবাজার থানা যুবদল আয়োজিত অনুষ্ঠানে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

এ সময় মেয়র শাহাদাত বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজপথের লড়াই দীর্ঘদিনের। ওয়ান-ইলেভেনের সময় তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপোষ করেননি। সে কারণেই তখন তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে পারেননি।

চকবাজার এলাকার যুবনেতা এমদাদুল হক বাদশার প্রসঙ্গ টেনে মেয়র বলেন, বাদশা স্থানীয় কাঁচাবাজার ইজারা নিয়েছিলেন। ফুটপাতের দোকান সরিয়ে ভেতরে বসিয়েছেন। অথচ বাজার এলাকার বাইরের দোকান থেকে বৈধভাবে হাসিল নিতে গিয়ে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়া হয়েছে। বাদশার পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত, তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। বহিষ্কারাদেশ প্রত্যাহার করাই ন্যায্য হবে।’ এ সময় তিনি নগরকে শতভাগ জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

এতে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, একটি পক্ষ দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতি করছে। বিগত ১৭ বছরে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ডা. শাহাদাত দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ভেতর দিয়ে জনতার মেয়র হয়েছেন। দলীয় কর্মীদের উগ্রবাদ এড়িয়ে বুদ্ধিবৃত্তিক রাজনীতির দিকে অগ্রসর হওয়া উচিত।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফালাহ গাজী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সোয়েবুল মুমিন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন মিয়া। মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, নগর বিএনপি নেতা মোহাম্মদ শাজাহান চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

ভরা মৌসুমেও ইলিশের আকাল

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১০

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

১১

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

১২

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৩

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

১৪

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

১৫

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

১৬

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

১৭

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

১৮

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

১৯

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

২০
X