চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ছবি : কালবেলা
চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ছবি : কালবেলা

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় জাম কামাল খান বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় এখন মানুষের যাতায়াতের পাশাপাশি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিও সহজ হবে। এ বিষয়ে দুদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুদেশের মধ্যে জাহাজ চলাচলও বাড়ানো হবে।

পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নতুন সুযোগ তৈরি করেছে। এ জন্যই সাম্প্রতিক সময়ে একাধিক বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে।

জাম কামাল খান কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে যৌথ সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৪ আগস্ট দুদেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে।

সভায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমরা বৈচিত্র্য আনতে এবং সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। পাকিস্তানের সঙ্গে একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। উদ্যোক্তারা যদি সক্ষমতা কাজে লাগান, তাহলে প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, বাংলাদেশ প্রতি বছর পাকিস্তান থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করলেও রপ্তানি মাত্র ৫৮ মিলিয়ন ডলারের। তবে পোশাক খাত ছাড়াও ওষুধ, স্বাস্থ্যসেবা পণ্য, চামড়াজাত পণ্য, আইসিটি, ডিজিটাল সেবা, জাহাজ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, একরামুল করিম চৌধুরী, চেম্বারের সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী ও প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম সারওয়ার বক্তব্য দেন। পরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১০

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১২

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১৩

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৪

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৫

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৬

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৭

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৮

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৯

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

২০
X