চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিরুল ইসলাম রাসেল (৪২)-কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার আমিরুল ইসলাম ২০০৯ সালে ধর্ষণের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাসেল তার এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, গ্রেপ্তার আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন