মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল ঘিরে চট্টগ্রাম আদালতে উত্তেজনা

হরতালকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন আইনজীবীদের একাংশ। ছবি : কালবেলা
হরতালকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন আইনজীবীদের একাংশ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের তেমন প্রভাব পড়েনি চট্টগ্রাম আদালতে। হরতালকে ঘিরে আদালত প্রাঙ্গণে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল-সমাবেশ হলেও সাংঘর্ষিক ও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ অক্টোবর) সপ্তাহের প্রথম কর্মদিবসে উভয়পক্ষের মিছিল সমাবেশ শেষ হবার পরে দুপুর ২টার দিকে এজলাসে বসতে শুরু করেন বিচারকরা।

রাষ্ট্রপক্ষের কৌসুলিরাও মামলার কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। বিচারকদের এজলাসে বসা ও মামলার কার্যক্রম স্বাভাবিক থাকায় খুশি হয়েছেন অধিকাংশ সাধারণ আইনজীবী। এ ছাড়াও সকাল থেকে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর দায়রা জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দেখা গেছে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে থেকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সমাবেশ। ঢাকায় শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা উসকানিতে পুলিশ ন্যক্কারজনক হামলা করে শত শত নেতাকর্মীকে আহত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। এদিকে হরতাল ও হামলার প্রতিবাদে সমাবেশ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। দুপুরে চট্টগ্রামের আদালত চত্বরে জেলা পাবলিক প্রসিকিউটরের উদ্যোগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ বের করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপি-জামায়াত হামলা ও ভাঙচুর করে শুধু প্রধান বিচারপতিকে আঘাত করেনি, বরং বাংলাদেশের বিচারব্যবস্থায় আঘাত হেনেছে। বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে স্বাধীন বিচারব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মধ্যযুগীয় অন্ধকার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টায় রত আছে। এই অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করে আইনের শাসন সমুন্নত রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ কালবেলাকে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ ও শান্তি সমাবেশ। আমরা শান্তির পক্ষে। সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা রক্তপাতের বিরুদ্ধে শান্তি চাই। দুপুর ১২টার দিকে অগ্নিসংযোগ, বিচারপতির বাসভবনে হামলা, নৈরাজ্য, সহিংসতা ও বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ বের করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশীদ মিন্টু কালবেলাকে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা মানে বিচার বিভাগে আঘাত করা। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল পুলিশ সদস্যকে যেভাবে বর্বর নির্যাতন করা হয়েছে- মনে হচ্ছে একাত্তরের বর্বর আক্রমণের পুনরাবৃত্তি করেছে বিএনপি-জামায়াত।

এ সময় হরতালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের আগে ভারত দলে দুঃসংবাদ

দুই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বৃদ্ধি : বাগছাস

এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার

ডাকসু নির্বাচন / ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে’

এক ফ্যান এক বাতিতে বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও

মব সৃষ্টি করে বাধা, ছাত্রদলের অভিযোগের তদন্তে কমিটি গঠন 

১০

গুলশানে সাংবাদিক মুনজুরুল করিমের কফিশপ ভাঙচুর

১১

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব বিষয়ে সেমিনার

১২

ছিনতাইয়ের ২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার

১৩

মিরসরাইয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৪

মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ড্যাবের কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা 

১৫

৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার সেই রিকশাচালক কারামুক্ত

১৬

গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস

১৭

হ্যাটট্রিক নায়ক সনি বেকার: ইংল্যান্ডের পেস আকাশে নতুন তারা

১৮

জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা দুমকির ইউএনও ইজাজুল হক

১৯

চরম শত্রু থেকে পরম বন্ধু হতে যাচ্ছে চীন-ভারত?

২০
X