চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে পালানোর সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শামসুদ্দিন প্রকাশ (মনা) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মিরসরাই উপজেলার মিটাছড়া এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।
হাইওয়ে পুলিশ নিহতের পরিবারের বরাতে বলেন, নিহত সামসুদ্দিন একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে পন্থিছিলা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধারেরর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন