মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের দুই নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর বাজার ও করেরহাট ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. রেজাউল করিম (৫০) ও জোরারগঞ্জ থানা জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি আবু তাহের (৬০)। জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, রেজাউল করিম ও আবু তাহের থানায় দায়েরকৃত একটি মামলার আসামি। মঙ্গলবার (১৪ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন