চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া

গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রাকিব। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রাকিব। ছবি : সংগৃহীত

মাত্র দেড় মিনিটে চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া জেলা গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রাকিবকে ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীরা। মেসে আশ্রয় নিয়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় তাকে ধাওয়া দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আব্দুর রাকিব গণধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সাংগঠনিক সম্পাদক।

শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বারোঘরিয়া বাজার ও নতুন বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রাকিব। এলাকায় কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছে চাঁদাবাজি, মাদককারবার ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল তারা। গত ১৫ জানুয়ারি পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে আব্দুর রাকিব ও তার সহযোগীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রাকিব মাত্র দেড় মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যায় বারঘরিয়ার নতুন বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন বাজার এলাকায় একটি মেসে আশ্রয় নেয় আব্দুর রাকিব। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর তাকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী ও পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র ও স্থানীয়দের ওপর চাঁদাবাজি ও অত্যাচারের অভিযোগ রয়েছে আব্দুর রাকিব গ্যাংয়ের বিরুদ্ধে। কয়েকদিন আগেও থানায় ভুল স্বীকার করে ছাড়া পেয়েছিলেন তিনি। সম্প্রতি কলেজ ছাত্রদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।

তিনি আরও বলেন, মাত্র দেড় মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ারও হুমকি দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভীতিকর এক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে গতকাল শিক্ষার্থীরা তাকে পেলে ধাওয়া করে মেসে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী এবং পুলিশ তার উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আব্দুর রাকিব যদি কোনো অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমরাও জরুরি বৈঠক ডেকেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আব্দুর রাকিবকে ধাওয়া করলে একটি মেসে আশ্রয় নেয়। এ সময় অবরুদ্ধ অবস্থায় তাকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে উদ্ধার করে নিয়ে আসে। কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি’

অনুপ্রেরণার গল্প / পায়ের আঙুলে চক ধরে গণিত শেখান গুলশান লোহার

কোটার ভিত্তিতে নয়, দেশ চলবে মেধার ভিত্তিতে

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় দফা প্রচার

কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল

এবার রুপার দামে বড় লাফ

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

তানিন ফার্নিচারের বিজনেস কনফারেন্স- ২০২৬ অনুষ্ঠিত

ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল

১০

ফরাসি তারকাকে হারিয়ে শেষ ষোলোতে আলকারাজ

১১

মিটিংয়ে ঘুম পাচ্ছে? জেগে থাকবেন যেভাবে

১২

বাংলাদেশ বাদ পড়ায় কপাল খুলল যে দলের

১৩

লঞ্চে হঠাৎ অসুস্থ শিশু, ছুটে এলো কোস্টগার্ড

১৪

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৫

নির্বাচিত হলে নদী ভাঙন রোধই হবে প্রথম কাজ : মিন্টু

১৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, হাজার হাজার ফ্লাইট বাতিল

১৭

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

১৮

বিপিএলের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকইনফো, আছেন যারা

১৯

জুলাই শহীদ পরিবারের প্রতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : খোকন

২০
X