চট্টগ্রাম ওয়াসার কিছু প্রকল্পে অনিয়মের খবর পেয়ে ওয়াসা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এসময় বিভিন্ন প্রকল্পের তথ্য যাচাইবাছাইয়ের পাশাপাশি কিছু কাগজপত্র সংগ্রহ করেছে দলটি।
বুধবার (১৩ ডিসেম্ব) সকালে দুদকের তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম জেলার উপ-পরিচালক আতিকুল ইসলাম। তবে এ বিষয়ে ওয়াসার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আতিকুল ইসলাম বলেন, ওয়াসার বিভিন্ন প্রজেক্টে অনিয়মের অভিযোগ ছিল। বিষয়টি তদন্ত করতে আমরা ওয়াসায় গিয়েছিলাম। প্রয়োজনীয় কিছু নথিপত্রও আমরা সংগ্রহ করেছি।
কোনো অনিয়ম পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত শুরু হয়েছে মাত্র। কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সবকিছু যাচাইবাছাই শেষে অনিয়ম হয়েছে কিনা সেটা বলা যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মন্তব্য করুন