বন্যা দুর্গতদের জন্য ত্রাণসহায়তা দিয়েছে এরফান গ্রুপ। শনিবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল সেসব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
কর্মকর্তারা জানান, এরফান গ্রুপের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ১২ জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ঘরবাড়ি ও ফসলের ক্ষেত ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটে প্রাণহানির ঘটনা।
এসব এলাকার বন্যাদুর্গতদের পাশে ত্রাণ নিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এরফান গ্রুপ বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে।
মন্তব্য করুন