কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন ‘এখন চার্জ’

ডিসি ফাস্ট চার্জিং স্টেশন  ‘এখন চার্জ’। সৌজন্য ছবি
ডিসি ফাস্ট চার্জিং স্টেশন ‘এখন চার্জ’। সৌজন্য ছবি

সম্প্রতি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (PMIL)-এর একটি উদ্যোগ এবং দেশের প্রথম পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং নেটওয়ার্ক কোম্পানি ‘এখন চার্জ’ কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁও-এ দেশের প্রথম পাবলিক হাই-স্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড।

এই উদ্যোগ দেশের টেকসই পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইভি ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য চার্জিং সুবিধা নিশ্চিত করবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টে (চৌদ্দগ্রাম, চিওড়া, কুমিল্লা) অবস্থিত এই স্টেশনটি ইভি মালিকদের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য চার্জিং সুবিধা প্রদান করবে, যা দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। ১৮০ কিলোওয়াট ক্ষমতার এই চার্জিং সুবিধায় মাত্র ২০ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব।

স্টেশনটি সকল ব্র্যান্ডের (CCS2 compliant) ইভি গাড়ির জন্য উন্মুক্ত। স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড তাদের নিজস্ব ইনহাউস টেকনোলজি বিভাগের মাধ্যমে একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ এবং চার্জিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। ব্যবহারকারীরা সহজেই iOS অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে “Ekhon Charge” অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পাওয়া, চার্জিং শুরু করা, চার্জিং সময় ট্র্যাক করা এবং বিল পরিশোধসহ পুরো চার্জিং প্রক্রিয়া সহজ ও সম্পূর্ণ ব্যবহারবান্ধব অভিজ্ঞতায় সম্পন্ন করা যাবে।

উন্নত প্রযুক্তির সেবা নিশ্চিত করতে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সিমেন্স (Siemens), ভল্টিক (Volttic), অরোরা (Aurora) এবং টিবিইএ (TBEA)-এর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বর্তমানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (PMIL)-এর “এখন চার্জ” দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ডিসি ফাস্ট চার্জিং স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই প্রথম ডিসি ফাস্ট চার্জারসহ সকল প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন ও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুস সালাম টোটন– সিনিয়র ম্যানেজার, অ্যাডমিন; রাকাত জাহান আহমেদ শাহরীন – ম্যানেজার, সাপ্লাই চেইন ও অপারেশনস; মো. সোহাগ খান– ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন এবং ইভি পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিওয়াইডি (BYD) বাংলাদেশ।

অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিথুন ভট্টাচার্য– নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান; ফাহমিদ ফেরদৌস– বিক্রয় প্রধান; মোজ্জাম্মেল হক – সার্ভিস প্রধান।

ইলেকট্রিক ভেহিকেল (EV) ব্যবহার প্রচলিত ফুয়েলচালিত গাড়ির তুলনায় প্রায় ৭০ শতাংশ কম খরচে গাড়ি চালানোর সুযোগ দেয়। তেলের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করার ফলে দীর্ঘমেয়াদে খরচ উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হয়। একইসঙ্গে, ইভি গাড়ি কার্বন নিঃসরণ করে না, যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের মতো একটি দেশের জন্য, যেখানে দূষণ একটি বড় সমস্যা, সেখানে ইভির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য।

প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সহজলভ্য, সাশ্রয়ী এবং টেকসই চার্জিং সেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ইভি পরিবেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। চার্জিং নেটওয়ার্ক ব্র্যান্ড “এখন চার্জ” বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক এবং নগর কেন্দ্র যেমন শপিং মল, রিসোর্ট, সিনেমা হলসহ বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ২০ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন

গাজীপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ মজহারের আহ্বান

তরুণদের হাতেই লেখা হবে আগামীর বাংলাদেশের ইতিহাস : মুন্না

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : তারেক রহমান

পুরান ঢাকা হারিয়ে ফেলছে নিজস্বতা : কাদের গনি

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে গোপন তথ্য ফাঁস!

এক দিন পরই বাড়ল সোনার দাম

১০

নিষিদ্ধকরণ দিয়ে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় : হারুনুর রশীদ

১১

‘বিচার ও সংস্কারের নামে অনন্তকাল ক্ষমতায় থাকার চেষ্টা সম্মানজনক হবে না’

১২

এনবিআর বিলুপ্তি নিয়ে টিআইবির উদ্বেগ

১৩

গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধান উপদেষ্টার স্মৃতিচারণা

১৪

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন ৮ বসতঘর

১৫

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় সভা 

১৬

‘জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোনো জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষণ’

১৭

আ.লীগ দেশকে ধ্বংস করেছে : তুহিন

১৮

পিএসএলে ফিরে যা বললেন সাকিব

১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার তরুণী গ্রেপ্তার

২০
X