বাংলাদেশ ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ)-তে ৬৮ কর্মদিবস মেয়াদি ‘সহকারী পরিচালক (জেনারেল)’ ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়। আর গত ১৭ জুলাই ২৪ কর্মদিবস মেয়াদি ‘ক্যাশ অফিসার (সহকারী ব্যবস্থাপক-ক্যাশ পদে পদোন্নতিপ্রাপ্ত)’ ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
গত ২০ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স দু’টি সমাপ্ত হয়। সহকারী পরিচালকদের জন্য আয়োজিত ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৬৫ জন কর্মকর্তা এবং ক্যাশ অফিসারদের জন্য আয়োজিত ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মো. নাছের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিটিএ’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জুলকার নায়েন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিবিটিএ’র পরিচালক এবং ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর জনাব কাকলী জাহান আহ্মেদ এবং ৪র্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং একাডেমির পরিচালক নাহিদ রহমান।
মন্তব্য করুন