বাংলাদেশে কার্যক্রম পরিচালনার নবম বর্ষপূর্তি উদযাপন করেছে ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ‘দারাজ নবম বর্ষপূর্তি-৯ এর উল্লাসে’ শিরোনামে বিষয়টি উদযাপন করছে চীনভিত্তিক আলিবাবার মালিকানায় থাকা দারাজ। বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য ‘এইটা ঐটা যেইটা লাগে, সবই কিনুন দারাজে’ শিরোনামে বিশেষ এক ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বেশকিছু আকর্ষণীয় অফারে এই ক্যাম্পেইন চলবে।
বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দারাজ। সম্মেলনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে দারাজের প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দারাজের শুরুর সময়ের স্মৃতি স্মরণ করে মোস্তাহিদল হক বলেন, আমার এখনো মনে আছে খুব ছোট একটা অফিসে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিলাম। তখন ভাবছিলাম যে এই প্রতিষ্ঠান আগামী মাসে আমার বেতন দিতে পারবে কিনা। সেই দারাজ আজ দেশের সব থেকে বৃহৎ ডেলিভারি ফ্লিট সামলায়। দৈনিক অন্তত আড়াই লাখ অর্ডার নিয়ে কাজ করার সক্ষমতা হয়েছে আমাদের।
এ সময় চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দারাজের মুনাফায় আসার প্রশ্নের জবাবে মোস্তাহিদল হক বলেন, যেহেতু দারাজে আলিবাবার বিনিয়োগ রয়েছে তাই দারাজের সঙ্কটে পড়ার বিষয়টি নেই। আর মুনাফায় আসা অনেক দীর্ঘসময়ের ব্যাপার। আমরা যদি সেটি অর্জন করতে পারি তাহলে ঘোষণা দিয়েই জানাব।
দারাজে পণ্য বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল রুশো বলেন, আমরা ক্রেতাদের বলি বিক্রেতাদের রিভিউ ও রেটিং দেখে পণ্য অর্ডার করতে। ক্রেতাদের যখন বিক্রেতাদের বিরুদ্ধে রিভিউ ও রেটিং খারাপ আসে আমরা তখন তাদের পয়েন্ট কমিয়ে দেই। তবে গ্রাহকদের কোনো সমস্যার সমাধান যখন বিক্রেতা দেয় না, তখন আমরা তাদের স্টোর (ভার্চুয়াল দোকান) বন্ধ করে দেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে দারাজের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন