কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

দ্য ওয়েস্টিন উদযাপন করছে ‘গুরমে কাবাব ফেস্ট’ 

গুরমে কাবাব ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
গুরমে কাবাব ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

দ্য ওয়েস্টিন ঢাকা, ব্যাংক এশিয়ার সহযোগিতায় আয়োজন করেছে গুরমে কাবাব ফেস্ট। একটি এক অনন্য রন্ধন উৎসব যেখানে তুলে ধরা হয়েছে বিশ্বের নানা প্রান্তের কাবাবের ঐতিহ্যবাহী স্বাদ ও শিল্পকৌশল।

অতিথিরা ৩ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত দ্য ওয়েস্টিনে পুরস্কারপ্রাপ্ত রেস্টুরেন্ট সিজনাল টেস্টস-এ এই বিশেষ উৎসব উপভোগ করতে পারবেন।

৩ সেপ্টেম্বরে দ্য ওয়েস্টিনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব রিপাবলিক অব ইজিপ্টের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ওমর ফাহমি, ইজিপ্ট এয়ার বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোস্তাফা ম্যাগডি এলকাদি, ব্যাংক এশিয়া পিএলসির ডিএমডি ও হেড অব রিটেইল মার্কেটিং সৈয়দ জুলকার নায়েন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। বিদেশি কাবাব বিশেষজ্ঞ শেফ এবং দ্য ওয়েস্টিন ঢাকার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তারা ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিরা কাবাব উৎসবের স্বাক্ষর ডিশগুলোর একটি বিশেষ টেস্টিং সেশনে অংশ নেন।

আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কাবাব বিশেষজ্ঞ শেফ সাঈত দারসুন, এক্সিকিউটিভ শেফ স্বপন রোজারিও এবং শেফ রিমাউন ওবাইদের তত্ত্বাবধানে গুরমে কাবাব ফেস্ট নিয়ে এসেছে বৈশ্বিক কাবাব ঐতিহ্যের অসাধারণ সমাহার। এর মধ্যে রয়েছে-মসলায় মেরিনেট করে ধীরে ধীরে গ্রিল করা মিশরের ঐতিহ্যবাহী হাল্লা কাবাব, পেঁয়াজ ও পার্সলে দিয়ে মিশ্রিত ল্যাম্ব বা বিফের কিমা দিয়ে তৈরি বিখ্যাত কোফতা কাবাব, উল্লম্ব রোটিসারিতে রান্না করা তুরস্কের বিশ্বখ্যাত ডোনার কাবাব, চারকোলে গ্রিল করা লবস্টার কাবাব, লেবাননের রসুন-হার্ব কাবাব, আফগানিস্তানের মসলাদার চাপলি কাবাব, মরক্কোর জাফরান ও পাপরিকায় মেরিনেট করা ল্যাম্ব, এবং গ্রিসের জনপ্রিয় সুভলাকি পিটা ও তাজ্জিকির সঙ্গে। দক্ষিণ এশিয়ার স্বাদে যুক্ত হয়েছে পুরনো ঢাকার সুতলি কাবাব ও পাকিস্তানের লাহোরি সিক কাবাব। আধুনিক ফিউশন হিসেবে রয়েছে চারকোল ল্যাম্ব শ্যাঙ্ক কাবাব, যা ধীরে রান্না করে ফ্লেমে ফিনিশ করা হয়েছে। প্রতিটি পদই খাঁটি স্বাদ এবং রন্ধনশিল্পের নিদর্শন হিসেবে অতিথিদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে।

বৈচিত্র্যময় কাবাবের সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন আঞ্চলিক জনপ্রিয় খাবার যেমন-ধীরে রান্না করা মাটন নিহারি, সুগন্ধি বিরিয়ানি এবং নানান রকম ঐতিহ্যবাহী পদ। ডাইনিং অভিজ্ঞতার শেষ প্রান্তে ডেজার্ট স্টেশনে থাকছে ওম আলি, নানারকম বাকলাভা, তুর্কি রেভানি, তুলুম্বা, মোশাবাক, চকোলেট ফাউন্টেন, রিচ মুস কেকসহ আরও অনেক কিছু।

গুরমে কাবাব ফেস্ট উপভোগ করা যাবে কেবলমাত্র ডিনারের সময়। বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি ৮ হাজার ৯৫০ টাকা (নেট)। উৎসব চলাকালীন ব্যাংক এশিয়ার এবং আরও ২৭টি পার্টনার ব্যাংকের মাধ্যমে অতিথিরা আকর্ষণীয় বাই-ওয়ান-গেট-টু এবং বাই-ওয়ান-গেট-ওয়ান অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ভ্রমণ পার্টনার ফার্স্টট্রিপের সৌজন্যে সৌভাগ্যবান ডাইনাররা জিতে নিতে পারবেন ঢাকা–কক্সবাজার–ঢাকা এয়ার টিকিট।

আগ্রহী অতিথিদের রিজার্ভেশনের জন্য কল করতে অনুরোধ করা হয়েছে : +88-02-9891988 অথবা +8801730374871 নম্বরে।

গুরমে কাবাব ফেস্ট-এর প্রাইম পার্টনার হলো ব্যাংক এশিয়া এবং ট্রাভেল পার্টনার হলো ফার্স্টট্রিপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনের

ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ঘুরতে পারবেন বাংলাদেশিরা

ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে

নিলামের আগেই দল পেলেন ৮ ক্রিকেটার

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ 

‘এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল

এখন পর্যন্ত যে ৩০ দল পেল বিশ্বকাপের টিকিট

১০

পুলিশ হেফাজতে থাকাবস্থায় মিডিয়ায় আসামির বক্তব্য, আরএমপি কমিশানরকে আদালতে তলব

১১

বার্সার ইতিহাসের সেরা পাঁচ ব্রাজিলিয়ানের নাম জানালেন রাফিনহা

১২

বিহার / সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী

১৩

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরা, আরও চাঞ্চল্যকর তথ্য জানাল র‌্যাব

১৪

বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী

১৫

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

১৬

আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : প্রেস সচিব

১৭

সাতসকালে বাসে আগুন

১৮

নীতীশ কুমারের জাদুকরী নেতৃত্বে এনডিএর চমক

১৯

ঢাকায় শীতের আমেজ

২০
X